ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্বা যক্ষ্মা দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে,ইতিহাস গড়ি সবাই মিলে‘ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে র্যালি শেষে স্বাস্থ্য মিলনয়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান।ব্যাক কর্মকর্তা মোঃ আঃ মজিদের পরিচালনায়
আয়োজিদ সভায় বক্তব্য দেন ডাঃ মিলক কুমার মন্ডল,ডাঃ নিলঞ্জন ঘোষ তুহিত,ডাঃ শরিফুল ইসলাম, জি
এম এ সামাদ,অপূর্ব কুমার পাল,ডা্ ঃসালাম,সুখেন্দু কুমার ঘোষ প্রমুখ।