অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এসেছে-আলী আজগর লবি

প্রকাশঃ ২০২৫-০৭-২৪ - ২১:৩৮
ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল। গত ১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। ফ্যাসিবাদ আওয়ামীলীগের পতনের পর এখন সুযোগ এসেছে নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করার। এ জনপথের মানুষ এতোদিন ধরে অবহেলিত থাকায় একদিকে যেমন উন্নয়ন হয়নি অন্যদিকে একের পর এক কলকারখানা বন্ধ ও বিলডাকাতিয়ার জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে পিছিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটো, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা তরিকুল হোসেন, আইসিটি কর্মকর্তা অৎয় কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, তোফাজ্জেল হোসেন, বিএনপি নেতা মোতাহার হোসেন কিরণ, আঃ রউফ গাজী, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম মিকুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি দুপুরে আড়াইটায় তাজপুর গ্রামের একটি কমিউনিটি সেন্টারে চার ইউনিয়নের বিএনপির সমর্থিত ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।