ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে স্কুল অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মেকলেছুর রহমান। সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শামসুল আলম খোকন, অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক আজাদ হোসেন গাজী, দিবস কুমার, উত্তম অধিকারী প্রমুখ। পরে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।