ফুলতলা (খুলনা) প্রতিনিধি// রপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে প্রচারাভিযানের অংশ হিসাবে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে মঙ্গলবার সকালে ক্যাম্পিইন ও শপথ অনুষ্ঠিত হয়। আশ্বস প্রকল্পের আওতায়শি ক্ষার্থীদের মাঝে মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এই প্রচারাভিযানের উদ্দেশ্য। কর্মসূচীর শুরুতে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে ডক্যুমেন্টারি ভিডিও ও জেলা মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা নির্মিত নাটক ‘স্বপ্ন’ উপস্থাপিত হয়। নাট্য প্রদর্শনী শেষে প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী সহকারি শিক্ষক নাসিমা সুলতানা। অনুষ্ঠান শেষে ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে বিজয়ী নিঝুম, তোবা, ফাইজা, খাদিজা, তন্দ্রা, আরমান, মোহা তাসিমা, তন্ময়, সামিউল ও অনির্বান বিজয়ী হয়।