ডেস্ক রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন কেডিএ আউটার বাইপাস রোড এলাকা হতে তিনটি ধাঁরালো অস্ত্রসহ চার জন গ্রেফতার হয়েছে। বুধবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। আসামিরা হচ্ছে, শহরের বসুপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা এলাকার মোঃ আরমান খলিফা (২১), গোবরচাঁকা মল্লিকবাড়ী এলাকার মোঃ সাদ্দাম মল্লিক (৩৫), নূর মোহাম্মদ সড়ক ছায়রা স¥রণী এলাকার মোঃ মানিক মিয়া (৪৩) এবং গোবরচাকা প্রধাণ সড়ক এলাকার মোঃ ইদ্রিস জোমাদ্দার (৩৭)। তারা সবাই সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে, বিশেষ ক্ষমতা আইনে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে কেএমপি’র কয়েকটি থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহানগর ডিবির উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ৮৮ কেডিএ আউটার বাইপাস রোডস্থ একটি বন্ধ অফিসের সামনে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল ও দুইটি চাকু উদ্ধার হয়েছে। তারা ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তিনি বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদেরকে ১০ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।