ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভা পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ও সমাজসেবা অফিসার আবিদা আফরিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, আইসিটি অফিসার অজয় কুমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ। সভায় বিআরডিবি কর্মকর্তা মোঃ তরিকুল হোসেন, নির্যাতিত সাংবাদিক শামসুল আলম খোকন ও নির্যাতিত ছাত্র কাজী নিরব হোসেন বক্তৃতা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।