ফুলতলায় ৩৬ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

প্রকাশঃ ২০২৫-০৭-২৬ - ১৮:৫৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর স্কিম, এসইডিপি এর আওতায় খুলনা জেলা শিক্ষা অফিস ও ফুলতলা উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শনিবার বেলা ৩টায় উপজেলা অডিটোরিয়ামে ২০২২-২৩ সালে পাশকৃত এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন উইং পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এমন ছায়েদুর রহমান। অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, স্কুল সভাপতি মোঃ অহিদুজ্জামান, অধ্যক্ষ মোঃ শেখ মিজানুর রহমান, আছম আঃ রহিম, মাওলানা মোঃ আসলাম হোসেন, অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মহাসিন বিশ্বাস, বিমান কুমার নন্দী, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলার সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মেধার স্বীকৃতি স্বরুপ ১৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩৬ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়।