ডেস্ক রিপোর্ট : ভৈরব নদ সংযুক্ত খানজাহান আলী থানাধীন আটরা গিলেতলা ইউনিয়নের আব্দুল গফ্ফার ফুড ঘাট থেকে ২২/২৩বছর বয়সী অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সদর নৌ থানা পুলিশের একটি টিম অর্ধগলিত লাশটি উদ্ধার করে। যদিও নিহতের পরিচয় শনাক্ত করা নিয়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। ঘাটের নিকটতম দূরত্বে পড়ে থাকা একটি বস্তা হতে উৎকট দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সন্ধ্যা ৭ টার দিকে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে নৌ থানার এসআই রবিউল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, ভিকটিমের মুখ থেতলানো। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মাথার চুল উঠে গেছে। মৃত ব্যক্তির পরিহিত কর্দমাক্ত চেক শার্ট ও প্যান্ট। লাশ ময়না তদন্তের জন্য রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খানজাহান আলী থানা ও খালিশপুর থানার পুলিশ এবং সিআইডি ও পিবিআই এর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান। সিআইডি ও পিবিআই সদস্যরা নিহতের পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন। নড়াইল জেলার লোহাগড়া থানার নৌখালী ঝাউডাঙ্গা গ্রামের জনৈক মোঃ মুরাদের ছেলে তাসকির আহমেদ (২৩) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। গত ২১ ফেব্রুয়ারি তিনি খালিশপুর থানা এলাকার বাসিন্দা তার প্রেমিকার সাথে দেখা উদ্দেশ্যে রওনা করেছিলেন। সেই থেকে তিনি নিখোঁজ। লাশ উদ্ধারের খবর পেয়ে তাসকিরের মামাতো ভাই ঘটনাস্থলে এসে পুলিশকে বলেন, মৃতদেহে পরিহিত শার্টটি পরিচিত মনে হলেও প্যান্টটি অচেনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারে নি। খানজাহান আলী থানার (ওসি) কবীর হোসেন এবং খালিশপুর থানার (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, লাশের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে নাম-পরিচয় শনাক্ত করা না গেলে তার স্বজন দাবী করা ব্যক্তিদের সাথে ডিএনএ পরীক্ষা করা হবে। তখন নিহতের প্রকৃত পরিচয় জানা যাবে।