ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনার ফুলতলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উশুীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। সনাতন রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাড়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। ফুলতলার শিকিরহাট বিজয় কৃষ্ণ আশ্রমে শুক্রবার বিকাল ৪টায় আশ্রম কমিটির উদ্যোগে প্রথম বারের মতো বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আনন্দমুখর পরিবেশে যথযাত্রা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক বিমান চন্দ্র সাহা। আশ্রম কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওসি মোঃ জেল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, পূজা পরিষদের আহবায়ক অনুপম মিত্র। পরিষদের সদস্য সচিব রনজিৎ বোস বিশুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, শিবপদ দাস, প্রসেনজিৎ কর হিরো, প্রাণকৃষ্ণ দে, রবীন কুন্ডু, মনি কুন্ডু, কল্যাণ কুন্ডু, মৃত্যুঞ্জয় কর প্রমুখ। এছাড়া প্রতিবছরের মতো এবারও ফুলতলার আলকা তমালতলায় যথাযথ মর্যাদায় রথযাত্রা উৎসব পালিত হয়।