ফুলতলায় পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-০৬-২৯ - ২০:১৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলার নব গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা রোববার সন্ধ্যায় ফুলতলা বাজার কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক অনুপম মিত্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ বোস বিশুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদস্য গৌর হরি দাস, রবিন বসু, বিশ্বনাথ মন্ডল, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, শিব পদ দাস, বিদ্যুৎ কুমার সুর, বরুন কুমার বিশ্বাস, পরশ কুমার দাস, টুটুল কুমার দে, প্রভাষক সাগর গোলদার, সঞ্জয় দত্ত, উজ্জল কুমার মন্ডল, শিমুল বৈরাগী, চাঁদপদ দাস, গৌতম বিশ্বাস, সীতা রানী রায়, রাজ কুমার বিশ্বাস লিটু, চন্দন কুন্ডু, জয়দেব দত্ত প্রমুখ। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর আহবায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এবং শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।