ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলতলা সুপার জুট মিলস্ ও সুপারেক্স লেদার লিমিটেড এর উদ্যোগে মিল প্রাঙ্গনে শনিবার দুপুর ১২টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পপতি ফেরদৌস আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি ফিরোজ আহমেদ ভুঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, আগসানুল হক লড্ডন, হাসান ইমামুল ভুঁইয়া, মিজানুর রহমান ভুঁইয়া, করিম আহমেদ ভুঁইয়া, কামরান আহমেদ ভুঁইয়া, সাব্বির হোসেন রানা, মশিউর রহমান বিপ্লব, জামাল হোসেন ভুঁইয়া, মোতহার হোসেন কিরণ, শরিফুল ইসলাম মিকু, ইব্রাহীম সরদার, আঃ রউফ গাজী, টিটো জমাদ্দার, আঃ রহিম গাজী, রবিউল ইসলাম রবি, তোতাউর রহমান, খলিলুর রহমান, রবিউল ইসলাম, আলমগীর হোসেন, জুয়েল ভুঁইয়া ও খলিল গাজী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মেঝবা উদ্দিন।