ফুলতলা (খুলনা) প্রতিনিধি// গ্রীণ ফার্স বাংলাদেশ খুলনা জেলা শাখার দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আ ছ ম আঃ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীণ ফোর্স বাংলাদেশের খুলনা বিভাগীয় উপদেষ্টা অধ্যক্ষ এস এম এ দাউদ। প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল কোঅর্ডিনেটর ও খুলনা বিভাগীয় সভাপতি ডাঃ এস এম হক। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কো অর্ডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম। সংগঠনের জেলা সেক্রেটারি অধ্যাপক খায়রুজ্জামান সরদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সাংবাদিক ওয়াহিদ মুরাদ, মোঃ শাহজাহান মোল্লা, জাকারিয়া হুসাইন, নূর মাসুম, অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস, এস এম মোফাজ্জেল হোসেন প্রমুখ। পরে প্রভাষক মাজহারুল ইসলাম কে সভাপতি ও মোঃ জাহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ফুলতলা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।