ফুলতলায় লটারীতে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

প্রকাশঃ ২০২৫-০৭-৩১ - ১৯:২২

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// খুলনার ফুলতলা উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা বৃহস্পতিবার দুপুরে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, ওসি মোঃ জেল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন।
খাদ্য বান্ধব কর্মসূচি নীতিমালা ২০২৪ এর আওতায় উপজেলার চারটি ইউনিয়ন ও তিনটি পয়েন্টে আটটি ডিলারের জন্য সঠিক পদ্ধতিতে ৪২ টি আবেদন জমা পড়ায় কমিটি সদস্য ছাড়াও খুলনা জেলা জামায়াত নেতা শেখ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, জামায়াত নেতা সৈয়দ মাহমুদ হাসান টিটোসহ আবেদনকারীদের উপস্থিতিতে সরাসরি লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগ প্রাপ্ত ডিলার হলেন শেখ শাহারিয়ার তপু (শিরোমনি), মানজারুল ইসলাম (আফিল গেট), এস এম শামসুল আলম (যশোর সড়ক), মাসুদ রানা (মিছরি দেওয়ান শাহ রোড), আব্দুল করিম সরদার (ছাতিয়ানী), মশিয়ার রহমান (জামিরা বাজার), কাজী গোলাম আজিজ (সিকিরহাট রোড) ও জুবায়ের হাসান ওরফে আইয়ুব মোল্লা (ভদ্রপুকুর)। এছাড়া ওএমএস ডিলার হাসান মাহমুদ (ইস্টার্ন গেট), মিথিলা ভূঁইয়া ওরফে এনামুল হোসেন পারভেজ (জামিরা রোড) ও শাহাজাহান মোল্লা (তাজপুর সিকরহাট রোড)।