খুলনা ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-১২-০২ - ১৮:৫৪

ইউনিক প্রতিবেদক: খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে নগরীর লবনচরা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে খুলনা— সাতক্ষীরা সড়কস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আলাউদ্দিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নিজামুর হক (৪১), পিতা: মো. নাজিমুদ্দিন, সাং—খেদাবাঘ,জেলা: লালমনিরহাট। ঘটনা সূত্রে, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গোপনসূত্রে জানতে পারে যে একজন মাদক ব্যবসায়ী গাজাসহ খুলনা— সাতক্ষীরা সড়কস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আলাউদ্দিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থান করছে। এ সময় শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে থাকা একটি দল। এ সময় তার কাছে থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষী (১) মোঃ শাহ আলম (৩৮), পিতা—আনজু খান, যাতা— পাখিমা, সাং— আলাউদ্দিন মেটাল ইন্ডাস্ট্রীজ (খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে), থানা— লবনচরা, জেলা— খুলনা। স্থায়ী সাং—তারাবাজ, থানা— কিশোরগঞ্জ সদর, জেলা— কিশোরগঞ্জ। (আলাউদ্দিন মেটাল ইন্ডাস্ট্রীজ এর করমচারী) (২) মোঃ সোহেল গাজী (৩৫), পিতা— মোঃ আউয়াল গাজী, মাতা— হেনারা বেগম, সাং— শাওন আয়রন স্টোর (খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে), থানা— লবনচরা, জেলা—খুলনা, স্থায়ী সাং— বাগমারা প্রাইমারী স্কুল গলি, নিরালা, থানা— খুলনা সদর, জেলা— খুলনা (শাওন আয়রন স্টোর এর মালিক)—দের সামনে থেকে মাদক দ্রব্য দুই কেজি গাজা জব্দ করা হয়। পরিদর্শক মো. বদরুল হাসান বলেন, আসামী নিজামুল হক দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষন করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপ—পরিদর্শক মোঃ মনজুরুল বাসার, সিপাই যথাক্রমে মোঃ শরিফুল ইসলাম, মোঃ হালিমুজ্জামান, মোঃ বরকত, সুদেব কুন্ডু উপস্থিত ছিলেন।
এ বিষয়ে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ—পরিচালক মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মতি অভিযান অব্যহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের অভিযানে উক্ত আসামী গাঁজাসহ গ্রেফতার হয়েছে। এরকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।