খুলনা অফিস: জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মী সভা করেছে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় বান্ধা বাজার ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। মো. সাহেবুর রহমান পিটু মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ জিয়াউল ইসলাম মন্টু, রফিকুল আলম, নজরুল ইসলাম তালুকদার, ডা. সুলতান আহমেদ, জালাল আহমেদ, ইউনুস আলী সার্ভেয়ার, শামীমুর রহমান শামীম, ইকবাল হোসেন হিটু, এনামুল কবীর, রেজাউল করিম লিটন, খান মো. কবীর হোসেন, মো. রিয়াজ হোসেন, মুক্তিযোদ্ধা খোকা, আব্দুল জলিল, দেলোয়ার শাহ, বুলবুল আহমেদ, শহিদুল ইসলাম, রতন মাহমুদ, আশরাফ হোসেন তালুকদার, মো. রফিকুল ইসলাম, সাহিদা বেগম, মঞ্জুর নাহার অনু, রেকসনা কালাম লিলি, আরিফুল ইসলাম আরিফ, আসাদুজ্জামান শাহিন, ইউসুফ আলী মন্টু, আব্দুল বারেক, ইফতিয়ার হোসেন, মাসুদ আহমেদ সজল, রাব্বি আহমেদ রানা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার অঙ্গিকার নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ধিত সভা করেছে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় পশ্চিম বানিয়া খামার হাই স্কুলে ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ মো. রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ হায়দার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, মোজাফফর হোসেন, ইউসুফ আলী খান, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, শাহাদাৎ হোসেন, এ্যাড. রোজিনা, কবিরুজ্জামান বাপ্পি, মো. নুর ইসলাম, এস এম সাহিদুর রহমান, জয়নাল আবেদিন তিলু, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, এস এম মনির হোসেন, শেখ আব্দুল হাফিজ, শেখ মো. জিল্লুর রহমান, মো. ইকবাল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।