ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোল্যা হেদায়েত হোসেন লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার, ইউএনও মাশরুবা ফেরদৌস, এসিল্যান্ড নাসরিন আক্তার, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ, ওসি মো: আসাদুজ্জামান মুন্সী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক ফিরোজা পারভীন। শিক্ষক নিরব গোলদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমা ইয়াসমিন, আজিজুল হক ফারাজি, কাজী আশরাফ হোসেন আশু, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, ইউপি সদস্য আলমগীর হোসেন মোল্যা, শিক্ষক নেতা মুরাদুল ইসলাম, তারেক হাসান নাইচ, জাহাঙ্গীর হোসেন মোড়ল, সিদ্দিকুর রহমান, ফারুক মোল্যা, ফেরদৌস মোল্যা, ছাত্রলীগ সভাপতি মঈনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, নূর আলামিন প্রমুখ। পরে প্রধান অতিথি শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।