খুলনা (খুলনা) প্রতিনিধি : খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (খ-অঞ্চল) বৃহস্পতিবার বিকালে ফুলতলায় ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ প্রচেষ্টা মামলার ভিকটিম (১০)এর ২২ধারায় জবানবন্দি গ্রহন করেন। এদিকে ভিকটিমের পিতা ভ্যান চালক মোঃ কায়ছেদ খন্দকার বাদি হয়ে ধর্ষণ প্রচেষ্টাকারী ফুলতলা গাড়াখোলা গ্রামের মুক্তিশ^রী এলাকার মৃত-নেপাল মোল্যার পুত্র রাজ্জাক মোল্যা (৬০)কে আসামী করে থানায় মামলা করেন। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায় মঙ্গলবার বেলা ১১টায় মুক্তিশ^রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী (১০) পরীক্ষা দিতে যাওয়ার পথে রাজ্জাক মোল্যা পাশর্^বর্তী জসিম হাওলাদারের নির্মানাধীন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরদিন রাজ্জাক মোল্যা ফের তাকে ডাকলে ঐ ছাত্রী দ্রুত স্থান ত্যাগ করে বিষয়টি তার মাকে জানায়। এ ব্যাপারে ঐ ছাত্রীর পিতা কায়ছেদ খন্দকার বাদি হয়ে রাজ্জাক মোল্যা (৬০)কে আসামী করে থানায় মামলা (নং-১৩,২৩/৮/১৭) করেন। এদিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (খ-অঞ্চল) বৃহস্পতিবার বিকালে ফুলতলায় ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ প্রচেষ্টা মামলার ভিকটিম (১০)এর ২২ধারায় জবানবন্দি গ্রহন করেন। পুলিশ তাকে আটক করতে পারেনি। তবে আসামী রাজ্জাক মোল্যাকে আটকের জন্য অভিযান চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই কবির হোসেন জানিয়েছেন।