ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আওয়ামীলীগ কোন ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এটা গণমানুষের দল, এটা উন্নয়নের দল, এটা বিশে^র দরবারে দেশের ভাবমূর্তি উজ্জল করার দল। এখানে দ্বন্দ বিভেদ ও মান অভিমানের সুযোগ নেই। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
শনিবার বিকালে বেজেরডাঙ্গা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন। সৈয়দ মোশারফ হোসেন ছোটনের সভাপতিত্বে প্রধান বক্তৃা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, এ্যাড, তারেক হাসান মিন্টু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। ইউনিয়ন সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, রবিন বসু, সিদ্দিকুর রহমান, বেগম শামসুন্নাহার, তুষার সরকার, নূর হোসেন, ফেরদৌস হোসেন বেলু, শেখর সুর, মোল্যা আবুল কালাম আজাদ, মুজিবর রহমান মোল্যা, ডাঃ বিকাশ রায়, ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম, তাসমির হাসান প্রমুখ। পরে দোয়া ও তাবারক বিতরণ করা হয়। এদিকে বিকাল ৪টায় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দামোদর রেলষ্টেশন চত্বরে অনুষ্ঠিত উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকলীগ সভাপতি আনছার আলীর সভাপতিত্বে অনুরুপ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।