ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, খেলাধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ্য রাখে। সকলের উচিৎ নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুবকদের এগিয়ে আসার আহবান জানান।
শনিবার বিকালে ফুলতলার পয়গ্রাম কসবা স্কুল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খেলায় নওয়াপাড়া স্পোটিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে মাসুদ স্পোটিং ক্লাব চেচুড়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। কাজী ইমরান হোসেন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি শেখ মোঃ আসলাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম হোসেন, জেলা আওয়ামীলীগ সহসভাপতি বিএমএ সালাম, কাজী খায়রুল ইসলাম, খানজাহান আলী থানা সভাপতি শেখ আবিদ হোসেন, শিল্পপতি জহির উদ্দিন রাজীব, আওয়ামীলীগ নেতা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, মৃনাল হাজরা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সভাপতি কাজী মনিরুল ইসলাম। মোঃ আসলাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড.কাজী তারিক হাসান মিন্টু, শফিকুল ইসলাম পিন্টু, আঃ সালাম, জিল্লুর রহমান, মাজহারুল ইসলাম, মিশাইল হোসেন প্রমুখ। খেলা শেষে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।