ঢাকা অফিস : মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষে নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুরের পথ ধরে ঐক্যফ্রন্টের নির্বাচিত বাকিরাও অচিরেই শপথ নেবেন বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার সকালে, কুষ্টিয়া মেডিক্যাল কলেজে জাতীয় বিতর্ক উৎসবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন জানিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েই সংসদে যোগ দিয়েছেন। তার নির্বাচনি এলাকার জনগণের ভোটের মান রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে বাঁচাতে বিএনপি নানা ফন্দিফিকির করছে। তবে, এসবে কোনও কাজ হবে না।’
কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘একজন কয়েদি হিসেবে কারাবিধি অনুযায়ী খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন। তবে, তার যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন।’