ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নরায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মানবসেবা সবচেয়ে বড় ধর্মীয় কাজ। ধর্মীয় উৎসবে কৃচ্ছতা সাধন করে রোহিঙ্গা শরনার্থীদের সহায়তা করলে সেটাও হবে ধর্মীয় কাজ। মানবতার সেবায় হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নাই। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতার সেবায় সকলে এক যোগে কাজ করতে হবে।
শনিবার বিকালে খুলনার ফুলতলা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত শারদীয় দূর্গোৎসব-২০১৭ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ইউএনও মাশরুবা ফেরদৌস, এসিল্যান্ড মোছাঃ নাসরিন সুলতানা, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, মোঃ আশরাফুল আলম, আবাসিক প্রকৌশলী খান আবুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ ঘোষ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রভাষক গৌতম কুন্ডু, অজয় নন্দী, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু, প্রনব বসু, রনজিত কুমার বোস, দুলাল সরকার, অজিত সরকার, সুশান্ত কুমার বৈরাগী, প্রেমচাঁদ দাস, বিশ^নাথ কুন্ডু, গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ। পরে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ৫০০ কেজি করে চাল উপজেলার ৩৭টি পূজা মন্ডপে বিতরণ করেন।