ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। সরকার জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে। গবীর দেশের জনগণের টাকায় চিকিৎসক তৈরী করা হয়। চিকিৎসকদের শহরমুখী না হয়ে পল্লীর দারিদ্র জনগোষ্ঠির চিকিৎসা সেবায় নিয়োজিত হতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত স্বাস্থ্য কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ইউএনও মাশরুবা ফেরদৌস, আরএমও ডাঃ মিজানুর রহমান, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু প্রমুখ। পরে তিনি হাসাপাতালে সোলার প্যানেল উদ্বোধন, হাসাপাতলের ওয়ার্ড পরিদর্শন ও ভর্তিকৃত রোগিদের খোজ খবর নেন। এ সময় তিনি হাসতাপালের জন্য এম্বুলেন্স, সুপেয় পানির ব্যবস্থা এবং শয্যা বৃদ্ধির প্রতিশ্রুতি প্রদান করেন। পরে জেলা জাতীয় পার্টির প্রয়াত সহসভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম জোহর আলী মোড়লের দামোদর গ্রামস্থ বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও খোজ খবর নেন। এদিকে ফুলতলা মহিলা কলেজ পরিচালনা কমিটির এক সভা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্মার পরিচালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, আব্দুল লতিফ মহলদার, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস।