বাজারে ইলিশের চড়া দাম

প্রকাশঃ ২০১৯-০৪-১২ - ১৬:৩২

ঢাকা অফিস : রাজধানীর কাওরান বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখের বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে। তবে রাজধানীর খুচরা বাজারে চিত্র কিছুটা ভিন্ন। যে সব বাজারে ইলিশের চাহিদা কম, সেখানে দামও কিছুটা সস্তা।

পহেলা বৈশাখে আয়োজন করে চলবে পান্তা ইলিশ খাওয়া। এরই প্রস্তুতি চলছে কাওরান বাজারের বিজিএমইএ ভবনের সামনের ফুটপাতে। পহেলা বৈশাখ উদযাপনে এই ব্যক্তি কিনেছেন ১৬০ পিস ইলিশ।

বিক্রেতারা জানান, গেল দুই-তিন দিনে বেড়েছে ইলিশের চাহিদা। ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকায়। তবে ইলিশের দাম বাড়ে কোন এলাকার ইলিশ এবং ওজনের ওপর ভিত্তি করে।

বৈশাখ উপলক্ষ্যে ইলিশ না খাওয়ার সরকারি অনুরোধ থাকলেও ক্রেতারা মনে করেন, আগে বন্ধ করতে হবে সরবরাহ।

এদিকে, মহাখালী বাজারে দেখা মিললো ভিন্ন চিত্র। এখানে ৫শ’ থেকে ৬শ’ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে ৪শ’ থেকে ৫শ’ টাকায়। এক কেজির একটি ইলিশের দাম ১৫শ’ থেকে ১৬শ’ টাকা।

এ বাজারে দেখা মিললো সচেতন ক্রেতারও। ইলিশ না কিনে কিনছেন রুই মাছ।

বৈশাখকেন্দ্রিক ইলিশের চড়া বাণিজ্য বন্ধে, ইলিশ ধরা বন্ধ মৌসুমে কঠোর নজরদারির পাশাপাশি, অবৈধ মজুদকেও নজরদারিতে আনার দাবি সচেতন নাগরিকদের।