ঢাকা অফিস : মজুরী কমিশন কার্যকর, বকেয়া মজুরী-বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে ফের কর্মবিরতিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আজ সোমবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
একই দাবিতে গত ২রা এপ্রিল থেকে ৪ঠা এপ্রিল অবরোধ কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকেরা। এরপর, ১০ই এপ্রিল ঢাকায় বিজিএমসি নেতাদের সঙ্গে বৈঠকে কোনো ফলাফল না আসায় আবাও একই কর্মসূচির ডাক দিলেন পাটকল শ্রমিকেরা।
চট্টগ্রামে সকাল ৬ টা থেকে ৯৬ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। দাবি আদায়ে সকাল ৮টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তারা। অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এদিকে, ধর্মঘট পালন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। ৯ দফা দাবি বাস্তবায়নে ৯৬ ঘন্টার ধর্মঘট চলছে খুলনাতে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। এর ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আগামী ২৬শে এপ্রিল শ্রমিক সমাবেশের পর ২৭শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল আবারো ৬ ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।