নেত্রকোণায় মানবতাবিরোধী অপরাধে দুইজনের ফাঁসির রায়

প্রকাশঃ ২০১৯-০৪-২৪ - ১৮:১৯

ঢাকা অফিস : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায়, নেত্রকোণার হেদায়েত উল্লাহ এবং সোহরাব আলীর ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে একাত্তরের গণহত্যাকে বিশ্ব সম্প্রদায়কে স্বীকৃতি দেবার আহ্বান জানায়।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার মত মানবতাবিরোধী অপরাধের ছয় ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায়, তিন অভিযোগে নেত্রকোণার আটপাড়া থানার হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু বিএসসি এবং সোহরাব আলী ওরফে ছোরাপ আলীকে ফাঁসি ও তিন অভিযোগে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এ মামলার তদন্ত প্রতিবেদনে আঞ্জুর ভাই এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকেও আসামি করা হয়েছিল। ২০১৭ সালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার নাম বাদ দেয়া হয়।