ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলার জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় করণের তালিকাভুক্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক টি,এম, জাকির হোসেন। এ সময় বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শণ করে এলাকার সচেতন নাগরিক, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সাথে আলোচনা করে বিদ্যালয়টির ভবন ও পরিবেশ এবং রেজাল্ট দেখে সন্তোষ প্রকাশ করেন, এবং পরবর্তীতে এক আলোচনা সভা বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক রণজিৎ কুমার মল্লিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, প্রাক্তন সভাপতি নারায়ন চন্দ্র রায়, উপজেলা প্রেসকাবের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রভাষক অজিত বিশ্বাস, নারায়ন চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগ নেতা প্রদীপ বিশ্বাস, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সুবীর মল্লিক, প্রকাশ রায়, প্রশান্ত মন্ডল, আওয়ামী লীগ নেতা পিযুষ কান্তি মন্ডল, প্রাক্তন শিক্ষক নগেন্দ্রনাথ বিশ্বাস, রণজিৎ মল্লিক, গুরুদাস ঢালী, সনজিৎ মন্ডল, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার, নারী নেত্রী প্রতিভা বিশ্বাস, সাবেক ইউপি সদস্য নীলা মিস্ত্রী, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস, বিজন মল্লিক, দেবাশীষ বিশ্বাস, রঞ্জন মন্ডল, পুষ্পল মন্ডল, মৃদুল মন্ডল, রঞ্জন রায় প্রমুখ।