ফুলতলায় বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠিত

প্রকাশঃ ২০১৭-১০-১২ - ২২:৫০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে দাবিতে ১৯ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে বৃহস্পতিবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজে সংগঠনের আহবায়ক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীকে প্রধান সমন্বয়কারী, অধ্যক্ষ গাজী মারুফুল কবির সদস্য সচিব, অধ্যাপক মোঃ জোবায়ের হুসাইন সমন্বয়কারী, এস এম কাউস আলী আহবায়ক, প্রধান শিক্ষক মনিরা পারভীন, অলিয়ার রহমান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মহাসিন বিশ্বাস ও প্রভাষক মোঃ সেলিম খানকে যুগ্ন আহবায়ক, সাংগঠিনকি সম্পাদক প্রধান শিক্ষক বিমান নন্দী, তাপস কুমার বিশ্বাস প্রচার সম্পাদক, প্রভাষক সুব্রত কুমার বিশ্বাস কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উপজেলা কমিটি গঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক শেখ আকরাম হোসেন, সাংবাদিক মোঃ সেকেন্দার আলী, প্রধান শিক্ষক মহাসিন বিশ্বাস, মাসুম আলী, গাজী মামুনার রশিদ, শিক্ষক সন্দিপন রায়, দিপক কুমার মন্ডল, এইচ এম শফিউল্লাহ হাজেরী, মোহিত লাল মল্লিক, অনুপম বিশ্বাস, মোঃ টুকুরুল ইসলাম, কনক কুৃমার মন্ডল, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।