ঢাকা অফিস : বিচার বিভাগ করায়াত্ত্ব করে দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। সে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবো। আমাদের রাজবন্দীদের মুক্ত করবো। সমস্ত রাজনৈতিক দলগুলোকে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে গণজোয়ারের মাধ্য দিয়ে এ সরকারকে আমাদের পরাজিত করতে হবে। অপসারণ করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ঈশ্বরদীতে ১৯৯৪ সালে আওয়ামী লীগ নিজেদের গোলাগুলির ঘটনায় নতুন চার্জশিট দিয়ে রায় দেয়া হয়েছে। এটি প্রমাণ করে দেশে আইনের শাসন বলে কিছু নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি হলে সেটি হবে গণতন্ত্র ও গণমানুষের মুক্তি। তাকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা হরতালে বিএনপি সমর্থন রয়েছে বলেও জানান মির্জা ফখরুল।