ঢাকা অফিস : ফেনীর সোনাগাজী মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে- এমনটি জানিয়েছেন পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার। সকালে এফডিসিতে নারী নিপীড়ন প্রতিরোধে মূল্যবোধের চর্চা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ তথ্য জানান।
বনজ কুমার মজুমদার আরও বলেন,’এই ১৩ জনের সকলেই আমাদের গুরুত্বপূর্ন সাক্ষী। প্রথম সাত জন ছিল বেশি গুরুত্বপূর্ন। এখন গুরুত্বপূর্ন হলো ৮ থেকে ৩২ নাম্বার।
এদিকে, খুলনায় সাংবাদিককে হাতকড়া পড়ানো বিষয়ে তিনি বলেন, অসুস্থ সাংবাদিককে হাতকড়া পড়ানো সম্পূর্ণ অবিচার হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটি একেবারেই অবিচার। যে পালিয়ে যাবে না। জোর করে অসুস্থ ব্যক্তিকে হাতকড়া পরানো আমাদের পুলিশ বিধানে স্পষ্ট করে বর্ণনা করা আছে।’