ঢাকা অফিস : প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমথর্নের সুযোগ দেয়া হবে; এর আগে তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়ায় না যাবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলা করা যায়না উল্লেখ করে সাংবাদিকদের তিনি জানান, এমন মামলার আবেদনগুলো গৃহিত হবে না। এছাড়া, প্রিয়া সাহাকে দেশে ফিরতেও কোনো বাধা দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রিয়া সাহা ট্রাম্পের কাছে যেসব অভিযোগ করেছেন সবই মনগড়া, ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করতেই তিনি এমন কাজ করেছেন।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্যের সাথে দেশের বাস্তবতার মিল নেই। তার বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে তা পরে বিবেচনা করা হবে।’