খুলনা : এক যুগ পার করতে যাচ্ছে খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার ১২তম বর্ষে পা দিচ্ছে এ প্রতিযোগিতা। আর যুগপূর্তি উপলক্ষে এ বছর নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুপুর ২টা থেকে নগরীর ১নং কাস্টম ঘাট থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় ৩টি গ্রুপে মোট ৩২টি বাইচ দল অংশগ্রহণ করবে। বড় গ্রুপে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। ছোট গ্রুপে প্রথম পুরস্কার ৫০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। বিশেষ গ্রুপে প্রথম পুরস্কার ৫০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা রাখা হয়েছে। বাইচের নগরীতে আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এছাড়া নগরীর কাস্টমস ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও রূপসা বাসস্টান্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।