ঢাকা অফিস : সংবাদপত্রের কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করেছে মন্ত্রিসভা কমিটি। অনুমোদনের জন্য এখন এটি মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত করে নবম ওয়েজ বোর্ড।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ করেছি। এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়েছে। তবে, এটিই চূড়ান্ত প্রতিবেদন নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। কারণ, তারাই এ কমিটি গঠন করেছে।’
বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, নবম ওয়েজ বোর্ড শুধু প্রিন্ট মিডিয়ার জন্য। আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য গণমাধ্যমকর্মী আইন ভেটিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে।