ডেঙ্গু নিয়ন্ত্রণে খোলা হলো মনিটরিং সেল

প্রকাশঃ ২০১৯-০৮-০৩ - ১৪:১৭

ঢাকা অফিস : সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাজধানীতে একটি মনিটরিং সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোথাও কোনও অবহেলার খবর পাওয়া গেলে সেই সেল থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার, রাজধানীর ফার্মগেট এলাকায় উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক সমাবেশে একথা জানান ওবায়দুল কাদের।

একটি মহল আতঙ্ক ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, যারা ডেঙ্গু এবং বন্যা নিয়ে জনগণের জন্য কিছুই করতে পারেনি তারাই এ ধরনের গুজব ছড়াচ্ছে। সরকার কথায় নয় কাজে বিশ্বাসী তাই অতিকথন থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

পরিচ্ছন্নতা অভিযানে বিএনপির অংশগ্রহণ না থাকার অভিযোগ করে তিনি বলেন, বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।