ঢাকা অফিস : সড়কে দীর্ঘ যানজট আর রেলে শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।
আজ কমলাপুর স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছাড়বে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধুমকেতু এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ১২টা, সুন্দরবন এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে ১১টা ২০, নীলসাগর এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে বিকাল ৪টা, রংপুর এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে বিকাল ৫টা, লালমনিরহাট ঈদ স্পেশাল ১০ ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবার কথা রয়েছে। পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেনও সামান্য দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, টিকিট থাকলেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার অভিযোগ করেছেন অনেকে। ছাদে ওঠার নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ।