ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন গ্রহণ

প্রকাশঃ ২০১৯-০৮-২৭ - ১৯:৪১

ঢাকা অফিস : তথ্য প্রযুক্তির আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ই অক্টোবর তারিখ নির্ধারন করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মোয়াজ্জেমের জামিন আবেদনের ওপর শুনানি করে এই আদেশ দেন। এর আগে, হাইকোর্টের আরেকটি বেঞ্চ গত ৯ই জুলাই মোয়াজ্জেমের জামিন আবেদন খারিজ করে দেয়। মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাক্ষী গ্রহণের পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত, সোনাগাজী ইসলামী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে থানায় মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি যৌন হয়রানির অভিযোগ করতে গেলে তা ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেন সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম। এই ঘটনায় আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

উল্লেখ্য, গেল ১৬ই জুন থেকে কারাগারে আছেন ওসি মোয়াজ্জেম।