পদ্মার মূল সেতুর ৮৪% কাজের অগ্রগতি

প্রকাশঃ ২০১৯-১০-১৭ - ১৬:১২

ঢাকা অফিস : পদ্মার মূল সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে।  পদ্মার মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি হয়েছে ৮৪ শতাংশ। ২০২১ সালের জুনের মধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে, মুন্সিগঞ্জের শ্রীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি।

দ্রুত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘২০২১ সালের জুনের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই। তবে পদ্মা নদী খুবই আনপ্রেডিক্টেবল। একইসঙ্গে নদীতে তীব্র স্রোত থাকে এবং প্রচুর পলি বহন করে। এতে করে পিয়ারে স্প্যান বসানো সম্ভব হয় না। শিডিউল অনুযায়ী কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি পিয়ারের কাজ চলমান আছে। মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়া সাইটে এসেছে ৩১টি। এর মধ্যে ১৪টি পিয়ারের ওপর স্থাপন করা হয়েছে। ১৫তম স্প্যান পিয়ার ২৩-২৪ এর কাছে রাখা হয়েছে। চারটি স্প্যান কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে ও একটি চর এলাকায় ২৮ নম্বর পিয়ারের কাছে রাখা আছে।’