খুলনা : ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে ভিশন ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রচার কাজের অংশ হিসেবে খুলনা জেলা তথ্য অফিস মঙ্গলবার দিঘলিয়া উপজেলার উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মহিলা সমাবেশের আয়োজন করে। সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বক্তব্য দেন সমাজকর্মী শেখ মমতাজ শিরিন ময়না, ও একই বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিলন কান্তি দে। স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল। সমাবেশে বক্তারা স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, মাদকের কুফল, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, আশ্রয়ণ, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের বিভিন্ন দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানে নিয়োজিত করতে সরকার বিভিন্ন কর্রসূচি গ্রহণ করেছে।