করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য করোনা শনাক্ত হয়েছে ২১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৩১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৭ জনসহ সুস্থ হয়েছেন ৪৯ জন।
এছাড়া, গাজীপুর, ময়মনসিংহ ও করোনীগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়াছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ৩৫-৪০ বছর বয়সী দুজন ও সত্তরোর্ধ্ব দুজন ছিলেন। দুজনের মধ্যে একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন ও অপরজন ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলেন।
ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী এ চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ডা. মঈনের পরিবারের সকল দায়-দায়িত্ব সরকার নেবে।
আজ বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে, সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।