করোনায় আরও ৯ জনের প্রাণ গেল : আক্রান্ত ৩০৯

প্রকাশঃ ২০২০-০৪-২৫ - ১৪:৫৫

ঢাকা অফিস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৩৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯৮ জন।

শনিবার দুপুরে, করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে মোট নয়জন মারা গেছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জন।