বটিয়াঘাটা প্রতিনিধি : সারা দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলার নদ-নদীতে গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন ও বংশ বিস্তারের লক্ষ্যে ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় বন্ধ থাকার পর গতকাল রবিবার রাত ১২টার পর থেকে স্থানীয় জেলেরা পুনরায় ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন গণসচেতনা মূলক অনুষ্ঠান, নদীতে অভিযান ও মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা করে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন জানান, গতকাল রবিবার মা ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। তিনি এলাকার জেলে, থানা পুলিশ, কোষ্ট গার্ড, সংবাদ কর্মীদের জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও বংশ বিস্তারে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জনান।