খুলনা : প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি খুলনার আহবানে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন, মৎস্য ক্যাডার কর্মকর্তা ফারহানা জাহানকে তাঁর ব্যক্তিগত মতপ্রকাশের জন্য কারণ দর্শানো নোটিশ জারীর প্রতিবাদ, বিসিএস পরীক্ষা ছাড়া ক্যাডার সার্ভিসে প্রবেশ বন্ধসহ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার আন্দোলন ত্বরান্বিত করার লক্ষে সোমবার সকাল ১১টায় খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনার পাদদেশে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৃচি- বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির খুলনার আহ্বায়ক ও খুলনা বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সংগঠনের সদস্য সচিব ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষিবিদ ডা. অরুণ কান্তি মন্ডল, কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষিবিদ প্রফুল্ল চন্দ্র সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন খুলনার সদস্য সচিব ডা. শেখ সুফিয়ান রুস্তম, অধ্যাপক আহমেদুল কবীর, অধ্যাপক মামুন কাদের, অধ্যাপক তৌহিদুজ্জামান, অধ্যাপক শামীম হোসেন, প্রকৌশলি সোবাহান মিয়া, কৃষিবিদ ডা. রেজাউল করিম, অধ্যাপক এম কবীর আহমেদ প্রমূখ।
সমাবেশ খেকে পেশাজীবীদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে করনীয় নির্ধারনে আগামী ৩রা নভেম্বর বিকাল ৫টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে পেশাজীবী ওয়ার্কশপ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।