ঢাকা অফিস : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৬৫০ জনের। আর, ২৪ ঘন্টায় মোট নতুন শনাক্ত হয়েছেন ২,৫৪৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে যা এ পর্যন্ত রেকর্ড। এর আগে, গতকাল ৩০শে মে সারা দেশে ২৮ জনের মৃত্যু হয় এই প্রাণঘাতী ভাইরাসের ছোবলে। আর, গত ২৯শে মে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২,৫২৩ জন। যা এতদিন ছিল সর্বোচ্চ।
রবিবার (৩১শে মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের মোট ৫২টি ল্যাবে ১১৮৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। আর ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে আরও শনাক্ত হওয়া ২ হাজার ৪৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। এ নিয়ে ৯ হাজার ৭৮১ জন সুস্থ হলেন এ প্রাণঘাতী ভাইরাস থেকে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।