ফুলতলা (খুলনা) প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। নির্বাচনে ওয়াদা সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে। তবে দেশের কোন কোন এলাকায় সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের ঘটনায় সরকারের উন্নয়ণ বাঁধাগ্রস্থ হচ্ছে। মনে রাখতে হবে ওরা কোন দলের বা আদর্শের নয়। ওরা দেশ ও জাতির শত্রু। পুলিশকে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদকে দমন করতে হবে। নিরিহ জনগণ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আর এর জন্য প্রয়োজন জনগণকে সাথে নিয়ে পুলিশের তরুণ মেধাবী ও প্রবীন অভিজ্ঞদের সমন্বয়ে এক যোগে কাজ করা।
“জঙ্গি মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” শ্লোগানকে সামনে রেখে পুলিশিং কমিটি ডে-২০১৭ উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় কমিউনিটি পুলিশিং ফোরাম ফুলতলা থানা শাখা আয়োজিত এবং থানা চত্বরে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওসি আসাদুজ্জামান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, ইউএনও মাশরুবা ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম। স্বাগত বক্তৃতা করেন পুলিশিং কমিটির সদস্য সচিব শেখ রবিউল ইসলাম মন্টু। ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, মাওঃ সাইফুল হাসান খান, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, খেলাফাত হোসেন বাচ্চু, মোশারফ হোসেন মোড়ল, এসআই আব্দুল আলিম, ক্যাপ্টেন অবঃ আলহাজ¦ আবুল কাশেম, প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, সম্পাদক মোঃ সেকেন্দার আলী, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, রবিন বসু, ইউপি সদস্য বেগম শামসুন্নাহার, মিসেস কেয়া খাতুন, মাসুদ পারভেজ মুক্ত, শেখ আঃ রশিদ, ফেরদাউস হোসেন, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, সরদার মনিরুল ইসলাম, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন। পরে এক বর্ণাঢ্য র্যালী ফুলতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।