বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল, জলোচ্ছাসের আশংকা
আবু হোসাইন সুমন, মোংলঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিন্মচাপের প্রভাবে সোমবারও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে সোমবার ভোর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। নিম্মচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলেও বন্দরে অবস্থানরত গ্যাস, ক্লিংকার (সিমেন্টের কাচামাল) ও জিপসামবাহী (সিমেন্টের কাচামাল) জাহাজের পণ্য খালাস কাজ চলছে। এছাড়া বন্দর জেটি ও কন্টেইনার ইয়ার্ডে পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। তবে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদেরকে উপকূলের কাছাকাছি নদী-খালে নিরাপদে থাকার জন্য বলেছে আবহাওয়া অফিস। নিম্মচাপের প্রভাবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ আশপাশ উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ১/২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হওয়ার আশংকার কথাও জানিয়েছেন আবহাওয়া অফিস।