দিঘলিয়া : গতকাল খুলনার দিঘলিয়া উপজেলার স্থানীয় ওয়াই এম এ ক্লাবের আয়োজনে ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগ সিজন সিক্স এর পর্দা উঠেছে। এদিন দুপুর দুইটায় ওয়াই এম এ ক্লাব মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের মাঠের লড়াইয়ের উদ্বোধন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে মোজাফফর ফাউন্ডেশনের মুখোমুখি হয় সুপার সিক্সার্স। উদ্বোধনী খেলায় সুপার সিক্সার্স ১০৫ রানে জয় লাভ করে। ম্যান ওফ দ্যা ম্যাচের পুরুষ্কার পান বিজয়ী দলের রকি। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে দিঘলিয়া ক্রীড়া একাডেমী। ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগ সিজন সিক্সে ১২টি দল দুইটি গ্রুপে অংশ নিচ্ছে। দলগুলো হলো মোজাফ্ফর ফাউন্ডেশন, কিটক্যাট বয়েজ, গাজী থাই এ্যালুমিনিয়াম, সুপার সিক্সারস, শেখ আব্দুল বারী স্মৃতি সংসদ, মিলন রাইডার্স, সুপার ইলেভেন, কেকেবি, রেজাউল হক মেমোরিয়াল, ব্রম্মাগতী রয়েলস, হামজা ফাইটার্স ও রেড স্টার। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পর্যায়ের সাবেক কৃতি ফুটবলার মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়, মোঃ মুজাহিদ হোসেন (মিশু), সিনিয়র ডেপুটি ডাইরেক্টর, ওয়াল্টন গ্রুপ। আরও উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার সরদার হানেফ আলী, শেখ আনসার আলী, কে এম আসাদুজ্জামান, ফকরুল আলম বাবুল, কাদের মোড়ল, শেখ আসাফুর, রফিকুল ইসলাম সহ প্রমূখ। খেলাটি পরিচালনা করেন সাবেক কৃতি খেলোয়াড় কে এম তৈহিদুজ্জামান ও সুকান্ত কুমার দাস। এর আগে গত ৪ই ডিসেম্বর জমকালো আয়োজনে প্রতিযোগিতার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়।