ওয়াসিক রাজিব, দিঘলিয়া : খুলনা জেলায় এক যোগে করোনা টিকা গ্রহণ। সোমবার দুপুর ১ টার সময় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ করোনা টিকা গ্রহণ করেন উপজেলা নিবাহি অফিসার মাহাবুবুল আলম। টিকা গ্রহণের পরে তার প্রতিকৃয়ায় জানায় অনেক ভাল লাগছে টিকা নিতেরে।কোন গুজবে কান না দিয়ে ৫৫ উদ্ধ সকল কে নিবন্ধন এর জন্য আহবান জানান।
তিনি সুস্থ তা বোধ করছেন। এ সময়ের আরও যারা টিকা গ্রহণ করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আলিমুজ্জাম,সাবেক সাংসদ শেখ শহিদুর রহমান,ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ, মুক্তিযুদ্ধা কমান্ডার মোল্লা কামরুজ্জামান বাচ্চু,কামরুল ইসলাম সভাপতি শিক্ষাক সমিতি, কৃষি কমকর্তা।