দাকোপ প্রতিনিধি : “যুবদের জাগরণ,বাংলাদেশের উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ইউএসআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ লক্ষ্যে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা সুরাইয়া সিদ্দিকা, নবযাত্রা প্রকল্পের কো-অডিনেটর মাহবুবুর রহমান, অধ্যক্ষ অসীম কুমার থানদার, পৌর প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, অঞ্জন বিশ্বাস। সভাটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার মরিয়াম খাতুন। সভা শেষে ৯ জন সফল উদ্যোক্তার মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।