পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় র্যালী, আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রভাষক ময়নুল ইসলাম ও বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জয়া রানী রায়, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, নিজাম উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, শ্রাবণী মন্ডল, দূর্গা সেন, প্রজিৎ রায় ও লিপিকা ঢালী। অনুষ্ঠানে ৩১ জন যুবদের মাঝে ১৪ লাখ ১৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।