ফুলতলায় টিউশনীর পাওনা টাকা চাওয়ায় স্বামী পরিত্যাক্তার উপর হামলা

প্রকাশঃ ২০২১-০২-১৬ - ১৯:৪৭

তাপস কুমার বিশ্বাস,ডেক্স রিপোর্টঃ ফুলতলার জামিরা গ্রামে টিউশনীর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রভাবশালী প্রতিবেশী কামরুল গাজী (৪৬) ও তার বোন লাকি বেগম (৩০) এর হামলায় গৃহ শিক্ষিকার মাতা স্বামী পরিত্যাক্তা তহমিনা বেগম (৪২) গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামী আটক হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জামিরা গ্রামের আঃ রশিদ গাজীর কন্যা ও স্বামী পরিত্যাক্তা তহমিনা বেগম গ্রামে গ্রামে শাড়ী বিক্রি করে তার দশম শ্রেণিতে পড়–য়া একমাত্র কন্যা তাসনুর তাজ (১৬) কে নিয়ে পিত্রালয়ে অবস্থান করেন। এদিকে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী তাসনুর তাজ আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রতিবেশী লাকি বেগমের পুত্র স্থানীয় প্রাইমারী স্কুলের সাকিব চতুর্থ শ্রেণির এবং রাকিব দ্বিতীয় শ্রেণির ছাত্রকে তাদের বাড়িতে গিয়ে পাঠদান করায়। কিন্তু গৃহশিক্ষিকা তাসনুর তাজ বিগত কয়েক মাসের টিউশনির টাকা না পাওয়ায় গত শুক্রবার আনুমানিক সকাল ৮টায় তার মা তহমিনা বেগম টাকা চাইতে লাকি বেগমদের বাড়ি যান। টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে লাকি বেগম ও তার ভাই কামরুল গাজী রান্না ঘর থেকে বটি ও কাঠ এনে তহমিনা বেগমের উপর হামলা ও বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর জখম ও জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তহমিনা বেগম বাদি হয়ে কামরুল গাজী ও লাকি বেগমকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-৬, ২/২১) দায়ের করেন। তবে কোন আসামী আটক হয়নি।