ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া প্রধান কৃষি এলাকা। এখানে কৃষি কাজের উপর নির্ভরশীল প্রায় প্রত্যেকটি পরিবার। তাই গ্রামাঞ্চলে কাঁচাবাজার হলে কৃষকের সবজি আর মাঠে নষ্ট হবে না। মঙ্গলবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলা শরাফপুর ইউনিয়নে বসুন্দিয়া ডাঙ্গা কাঁচাবাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেন।
স্থানীয় ইউপি সদস্য তৈয়েবুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে কাঁচাবাজার উদ্বোধন অনুষ্ঠানে এমপি আরো বলেন, গলদা চিংড়ি সারাদেশে যা উৎপাদন হয় তার শতকরা ৪০ ভাগ চিংড়ি উৎপাদন হয় এই ডুমুরিয়া উপজেলা হতে। এখানকার কৃষকরা কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরল ভুমিকা রাখছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ ও শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি।